Few team members stepped down from CRACK's organising activities

ক্র্যাক এর বৃহত্তর পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা কয়েকজন সদস্য (নাহাদ উল কাসেম অর্কিড, তানজিম আহমেদ বিজয়, পলাশ চৌধুরী, শক্তি নোমান ও সোহানুজ্জামান মোহন) ক্র্যাক এর আয়োজন কার্যক্রম থেকে সম্প্রতি অব্যাহতি নিয়েছি।

সৃষ্টিশীল এই উদ্যোগের সাথে সুদীর্ঘ সময় আয়োজক দলের সদস্য হিসেবে কাজ করতে পেরে আমরা অসাধারন সব মুহূর্তে শরীক হতে পেরেছি এবং অসামান্য সৃষ্টিশীল মানুষের সান্নিধ্য পেয়েছি। এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাই এবং প্রত্যাশা করি আগামীতেও এসব সম্পর্কের নিবিড় চর্চায় আমরা জড়িত থাকবো।

যেহেতু আমরা আয়োজক ভূমিকায় থাকছি না, তাই ক্র্যাক ও এর কার্যক্রম প্রসঙ্গে আমাদের কোনো বক্তব্য বা অবস্থান কোনোভাবেই আর ক্র্যাক এর প্রতিনিধিত্ব করবেনা, তা হবে একান্তই ব্যক্তিগত।

এই বিষয়ে কারো কিছু জানার থাকলে আপনারা ব্যক্তিগত পর্যায়ে আমাদের থেকে জেনে নিতে পারবেন।

ক্র্যাক ক্যাম্প আয়োজন ও এতে অংশগ্রহণ সম্পর্কিত সকল প্রসঙ্গে অন্যান্য আয়োজকবৃন্দ আপনাদের সকল প্রকার সহযোগিতা করবেন বলে আমরা আশা করি।

We extend sincere greetings to the extended family, friends, well-wishers, and supporters of CRACK. We, a few team members (Nahad Ul Quasem Orchid, Tanzim Ahmed Bijoy, Polash Chowdhury, Shakti Noman, and Sohanuzzaman Mohan), have recently stepped down from CRACK's organising activities.

We have been able to participate in extraordinary moments and have been in the company of exceptionally creative people by working as members of the organising team for this creative initiative for many years. We express our deep gratitude for this and expect that we will continue to be involved in the sincere practice of these relationships in the future.

Since we are no longer in an organising role, any statements or positions we may have regarding CRACK and its activities will no longer represent CRACK in any way; they will be strictly personal.

If anyone has any questions about this matter, you can inquire with us on a personal level.

We hope other organisers will assist you with all aspects of organising and participating in CRACK camps.